অ্যান্টার্কটিকা

অ্যান্টার্কটিকা
অ্যান্টার্কটিকা মহাদেশের মানচিত্র

পৃথিবীতে মহাদেশ আছে সাতটি। যথাক্রমে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া, ও অ্যান্টার্কটিকা। আয়তনের দিক থেকে অ্যান্টার্কটিকা পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ। যার আয়তন ১,৪২,০০,০০০ বর্গ কিলোমিটার। পাশাপাশি জনসংখ্যার দিক দিয়ে এটি পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ। বর্তমানে এর জনসংখ্যা ১,০০০ থেকে ৫,০০০। এ মহাদেশে জনসংখ্যার ঘনত্ব ০.০১% প্রতি বর্গকিলোমিটারে। ৯০º দক্ষিণ মেরু থেকে ৬০º দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী স্থান পর্যন্ত ওশেনিয়া মহাদেশ অবস্থিত। এ মহাসাগরেরকে ঘিরেই রয়েছে দক্ষিণ মহাসাগর। এটি পৃথিবীর সবচেয়ে শীতলতম মহাদেশ কারন এটি প্রায় সারাবছর বরছে আচ্ছন্ন থাকে। এখানে অন্যন্য মহাদেশের তুলনায় বৃষ্টিপাত অনেক কম হয়। এ মহাদেশে শৈবাল এবং মস জাতীয় উদ্ভিদ জন্মে। কেননা এসব উদ্ভিদ অধিক ঠান্ডা পরিবেশেও নিজেদের টিকিয়ে রাখতে পারে। এছাড়া এ মহাদেশের অন্যতম প্রাণী হলো সীল, পেঙ্গুইন এবং অ্যালবাট্রস পাখি।