আটলান্টিক মহাসাগর (Atlantic Ocean) পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। আয়তনে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের তুলনায় ছোট হলেও ভারত, দক্ষিণ এবং উত্তর মহাসাগরের তুলনায় বড়। আটলান্টিক মহাসাগরের আয়তন প্রায় ১০ কোটি ৬৫ লক্ষ বর্গ কিলোমিটার। পৃথীবি পৃষ্ঠের ক্ষেত্রফলের ২০% এবং সমগ্র জলরাশির ক্ষেত্রফলের ২৯% স্থান দখল করে আছে আটলান্টিক মহাসাগর। এর গড় গভীরতা ৩,৬৪৬ মিটার এবং সর্বাধিক গভীরতা ৮,৩৭৬ মিটার।
আটলান্টিক মহাসাগরকে দুই ভাগে ভাগ করা যায়। একটিকে বলে উত্তর আটলান্টিক মহাসাগর অন্যটি দক্ষিণ আটলান্টিক মহাসাগর। উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিমে রয়েছে উত্তর আমেরিকা এবং পূর্বে রয়েছে ইউরোপ মহাদেশ। দক্ষিণ আটলান্টিক মহাসাগরের পশ্চিমে রয়েছে দক্ষিণ আমেরিকা এবং পূর্বে রয়েছে আফ্রিকা মহাদেশ।
আটলান্টিক মহাসাগরের তীরে অসংখ্য বন্দর রয়েছে। জলপথের বাণিজ্যে আটলান্টিক মহাসাগর প্রধান ভূমিকা পালন করে। প্রায় ৮৮,৪৮৯ কিলোমিটার দীর্ঘ উপকূলে আটলান্টিক মহাসাগরের অন্তর্ভুক্ত অনেক সাগর ও উগসাগর রয়েছে। আটলান্টিক মহাসাগরের কিছু অংশ সরাসরি বিভিন্ন মহাদেশের ভিতরে চলে যায়। এর মধ্যে উল্লেখযোগ্য ভূমধ্যসাগর যেটি আটলান্টিক মহাসাগরের অংশ। জিব্রালটার প্রণালীর মাধ্যমে ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগর সংযুক্ত হয়। এই প্রণালীর মাধ্যমে ইউরোপের স্পেন এবং আফ্রিকার মরক্কো বিভক্ত হয়। আমেরিকার হাডসন ও মেক্সিকো উপসাগরের পাশাপাশি ইউরোপের বাল্টিক সাগর আটলান্টিক মহাসাগরের অংশ।
আটলান্টিক মহাসাগরের বৃহত্তম সমুদ্র
সমুদ্র | আয়তন (বর্গ কিলোমিটার) |
Sargasso Sea | ৩.৫ মিলিয়ন |
Caribbean Sea | ২.৭৫৪ মিলিয়ন |
Mediterranean Sea | ২.৫১০ মিলিয়ন |
Gulf of Guinea | ২.৩৫ মিলিয়ন |
Gulf of Mexico | ১.৫৫০ মিলিয়ন |
Norwegian Sea | ১.৩৮৩ মিলিয়ন |
Hudson Bay | ১.২৩ মিলিয়ন |
Greenland Sea | ১.২০৫ মিলিয়ন |
Argentine Sea | ১ মিলিয়ন |
Labrador Sea | ৮,৪১,০০০ |
Irminger Sea | ৭,৮০,০০০ |
Baffin Bay | ৬,৮৯,০০০ |
North Sea | ৫,৭৫,০০০ |
Black Sea | ৪,৩৬,০০০ |
Baltic Sea | ৩,৭৭,০০০ |
Libyan Sea | ৩,৫০,০০০ |
Levantine Sea | ৩,২০,০০০ |
Celtic Sea | ৩,০০,০০০ |
Gulf of Saint Lawrence | ২,২৬,০০০ |
Bay of Biscay | ২,২৩,০০০ |
Aegean Sea | ২,১৪,০০০ |
Ionian Sea | ১,৬৯,০০০ |
Balearic Sea | ১,৫০,০০০ |
Adriatic Sea | ১,৩৮,০০০ |
Gulf of Bothnia | ১,১৬,৩০০ |
Sea of Crete | ৯৫,০০০ |
Gulf of Maine | ৯৩,০০০ |
Ligurian Sea | ৮০,০০০ |
English Channel | ৭৫,০০০ |
James Bay | ৬৮,৩০০ |
Bothnian Sea | ৬৬,০০০ |
Gulf of Sidra | ৫৭,০০০ |
Sea of the Hebrides | ৪৭,০০০ |
Irish Sea | ৪৬,০০০ |
Sea of Azov | ৩৯,০০০ |
Bothnian Bay | ৩৬,৮০০ |
Gulf of Venezuela | ১৭,৮৪০ |
Bay of Campeche | ১৬,০০০ |
Gulf of Lion | ১৫,০০০ |
Sea of Marmara | ১১,৩৫০ |
Wadden Sea | ১০,০০০ |
Archipelago Sea | ৮,৩০০ |