আরব সাগর (Arabian Sea) ভারত মহাসাগরের একটি সাগর। এ সাগরের উত্তরে পাকিস্তান ও ইরান, পশ্চিমে ওমান ও পূর্বে ভারত অবস্থিত। আরব সাগরের আয়তন প্রায় ৩৮ লক্ষ ৬২ হাজার বর্গ কিলোমিটার এবং সর্বোচ্চ গভীরতা ৪,৬০২ মিটার।
আরব সাগরের উল্লেখযোগ্য দুটি উপসাগর হলো ওমান উপসাগর ও পারস্য উপসাগর। এই দুটি উপসাগর হরমুজ প্রণালীর মাধ্যমে পরস্পর যুক্ত হয়। আরব সাগরের আরেকটি উল্লেখযোগ্য সাগর হলো এডেন উপসাগর। এ উপসাগর আরব সাগরের পশ্চিম-দক্ষিণ প্রান্তে অবস্থিত। লোহিত সাগর বাব এল মান্দেব প্রণালীর মাধ্যমে আরব সাগরের এডেন উপসাগরের সাথে সংযুক্ত হয়। ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল লাক্ষা দ্বীপ আরব সাগরের অন্তর্ভুক্ত।
So informative