আরব সাগর (Arabian Sea) ভারত মহাসাগরের একটি সাগর। এ সাগরের উত্তরে পাকিস্তান ও ইরান, পশ্চিমে ওমান ও পূর্বে ভারত অবস্থিত। আরব সাগরের আয়তন প্রায় ৩৮ লক্ষ ৬২ হাজার বর্গ কিলোমিটার এবং সর্বোচ্চ গভীরতা ৪,৬০২ মিটার।

আরব সাগরের উল্লেখযোগ্য দুটি উপসাগর হলো ওমান উপসাগর ও পারস্য উপসাগর। এই দুটি উপসাগর হরমুজ প্রণালীর মাধ্যমে পরস্পর ‍যুক্ত হয়। আরব সাগরের আরেকটি উল্লেখযোগ্য সাগর হলো এডেন উপসাগর। এ উপসাগর আরব সাগরের পশ্চিম-দক্ষিণ প্রান্তে অবস্থিত। লোহিত সাগর বাব এল মান্দেব প্রণালীর মাধ্যমে আরব সাগরের এডেন উপসাগরের সাথে সংযুক্ত হয়। ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল লাক্ষা দ্বীপ আরব সাগরের অন্তর্ভুক্ত।

One thought on “আরব সাগর”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *