ইউরোপ মহাদেশের মানচিত্র; বিশেষ দ্রষ্টব্য: রাশিয়ার ৭৭% এশিয়ার অংশ এবং ২৩% ইউরোপের অংশ ।
পৃথিবীতে মহাদেশ আছে সাতটি। যথাক্রমে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া, ও অ্যান্টার্কটিকা। আয়তনের দিক থেকে ইউরোপ পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশ। যার আয়তন ১,০১,৮০,০০০ বর্গ কিলোমিটার। পাশাপাশি জনসংখ্যার দিক দিয়ে এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ। বর্তমানে এর জনসংখ্যা ৭৪২,৪৫২,০০০। ভৌগোলিক ভাবে ইউরোপ পৃথিবীর পুরোপুরি উত্তর গোলার্ধে এবং বেশিরভাগ পূর্ব গোলার্ধে অবস্থিত। ইউরোপের উত্তরে আছে উত্তর মহাসাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণে ভূমধ্যসাগর। ইউরোপে সর্বমোট ৪৮ টি দেশ আছে। আয়তনে ইউরোপের বৃহত্তম দেশ রাশিয়া এবং ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। এছাড়া জনসংখ্যায় ইউরোপের বৃহত্তম দেশ রাশিয়া এবং ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। দেশ ভিত্তিক ইউরোপকে চার ভাগে ভাগ করা হয়। সেগুলো হলো যথাক্রমে পূর্ব ইউরোপ ( ১৩ দেশ ), উত্তর ইউরোপ ( ১০ দেশ ), দক্ষিণ ইউরোপ ( ১৬ দেশ ) এবং পশ্চিম ইউরোপ ( ৯ দেশ )।