ইউরোপ

ইউরোপ
ইউরোপ মহাদেশের মানচিত্র; বিশেষ দ্রষ্টব্য: রাশিয়ার ৭৭% এশিয়ার অংশ এবং ২৩% ইউরোপের অংশ ।

পৃথিবীতে মহাদেশ আছে সাতটি। যথাক্রমে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া, ও অ্যান্টার্কটিকা। আয়তনের দিক থেকে ইউরোপ পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশ। যার আয়তন ১,০১,৮০,০০০ বর্গ কিলোমিটার। পাশাপাশি জনসংখ্যার দিক দিয়ে এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ। বর্তমানে এর জনসংখ্যা ৭৪২,৪৫২,০০০। ভৌগোলিক ভাবে ইউরোপ পৃথিবীর পুরোপুরি উত্তর গোলার্ধে এবং বেশিরভাগ পূর্ব গোলার্ধে অবস্থিত। ইউরোপের উত্তরে আছে উত্তর মহাসাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণে ভূমধ্যসাগর। ইউরোপে সর্বমোট ৪৮ টি দেশ আছে। আয়তনে ইউরোপের বৃহত্তম দেশ রাশিয়া এবং ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। এছাড়া জনসংখ্যায় ইউরোপের বৃহত্তম দেশ রাশিয়া এবং ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। দেশ ভিত্তিক ইউরোপকে চার ভাগে ভাগ করা হয়। সেগুলো হলো যথাক্রমে পূর্ব ইউরোপ ( ১৩ দেশ ), উত্তর ইউরোপ ( ১০ দেশ ), দক্ষিণ ইউরোপ ( ১৬ দেশ ) এবং পশ্চিম ইউরোপ ( ৯ দেশ )।

পূর্ব ইউরোপের দেশ, রাজধানী ও মুদ্রা

ক্রমদেশরাজধানীমুদ্রা
রাশিয়ামস্কোরুবল
বেলারুশমিনস্করুবল
পোল্যান্ডওয়ারশজলোটি
চেক প্রজাতন্ত্রপ্রাগকোরুণা
ইউক্রেনকিয়েভরিভনিয়া
স্লোভাকিয়াব্রাতি স্লাভাইউরো
হাঙ্গেরিবুদাপেস্টফরিন্ট
মলদোভাকিশিনেভলেউ
রুমানিয়াবুখারেস্টলিউ
১০বুলগেরিয়াসফিয়ালেউ
১১সাইপ্রাসনিকোশিয়াইউরো
১২জর্জিয়াতিবিলিসিলারি
১৩আর্মেনিয়াইয়েরেভানদ্রাম

উত্তর ইউরোপের দেশ, রাজধানী ও মুদ্রা

ক্রমদেশরাজধানীমুদ্রা
লিথুনিয়াভিলনিয়াসইউরো
লাটভিয়ারিগাইউরো
এ্যাস্তেনিয়াতালিনইউরো
ফিনল্যান্ডহেলসিস্কিইউরো
সুইডেনস্টকহোমক্রোনা
নরওয়েঅসলোক্রোন
আইসল্যান্ডরেইকিয়াভিকক্রোনা
ডেনমার্ককোপেনহেগেনক্রোন
যুক্তরাজ্যলন্ডনপাউন্ড, স্টারলিং
১০আয়ারল্যান্ডডাবলিনইউরো

দক্ষিণ ইউরোপের দেশ, রাজধানী ও মুদ্রা

ক্রমদেশরাজধানীমুদ্রা
গ্রীসএথেন্সইউরো
আলবেনিয়াতিরানালেক
মেসিডোনিয়াস্কুপজেদিনার
কসোভাপ্রিস্টিনাইউরো
মন্টিনিগ্রোপোদগরিচাইউরো
সার্বিয়াবেলগ্রেডদিনার
বসনিয়াসারায়েভোমার্ক
ক্রোয়েশিয়াজাগ্রেভকুনা
স্লোভাকিয়াব্রাতিস্লাভাইউরো
১০ইতালিরোমইউরো
১১ভ্যাটিকান সিটিভ্যাটিকান সিটিইউরো
১২সানম্যারিনোসানম্যারিনো সিটিইউরো
১৩অ্যান্ডোরাএ্যান্ডোয়াইউরো
১৪স্পেইনমাদ্রিদইউরো
১৫পর্তুগাললিসবনইউরো
১৬মাল্টাভাল্লেতাইউরো

পশ্চিম ইউরোপের দেশ, রাজধানী ও মুদ্রা

ক্রমদেশরাজধানীমুদ্রা
অস্ট্রিয়াভিয়েনাইউরো
সুইজারল্যান্ডবার্নসুইজ ফ্রাঙ্ক
লিচটেন স্টেইনভাদুজসুইজ ফ্রাঙ্ক
জার্মানিবার্লিনইউরো
নেদারল্যান্ডআমস্টারডার্মইউরো
বেলজিয়ামব্রাসেলসইউরো
লুক্সেমবার্গলুক্সেমবার্গইউরো
ফ্রান্সপ্যারিসইউরো
মোনাকোমোনাকোইউরো