পৃথিবীতে মহাদেশ আছে সাতটি। যথাক্রমে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া, ও অ্যান্টার্কটিকা। আয়তনের দিক থেকে উত্তর আমেরিকা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ। যার আয়তন ২,৪৭,০৯,০০০ বর্গ কিলোমিটার। পাশাপাশি জনসংখ্যার দিক দিয়ে এটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ। বর্তমানে এর জনসংখ্যা ৫৬৫,২৬৫,০০০। ভৌগোলিক ভাবে এটি পৃথিবীর উত্তর ও পশ্চিম গোলার্ধে অবস্থিত। মহাদেশটির উত্তরে উত্তর মহাসাগর, পূর্বে আটলান্টিক মহাসাগর, দক্ষিণ ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ-পূর্বে দক্ষিণ আমেরিকা। উত্তর আমেরিকাতে সর্বমোট ২৩ টি দেশ আছে। আয়তনে উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কানাডা এবং ক্ষুদ্রতম দেশ সেন্টকিটস এন্ড নেভিস। এছাড়া জনসংখ্যায় উত্তর আমেরিকার বৃহত্তম দেশ যুক্তরাষ্ট্র এবং ক্ষুদ্রতম দেশ সেন্টকিটস এন্ড নেভিস। দেশ ভিত্তিক উত্তর আমেরিকাকে তিন ভাগে ভাগ করা হয়। সেগুলো হলো যথাক্রমে উত্তর আমেরিকা ( ২ দেশ ), মধ্য আমেরিকা ( ৮ দেশ ), ক্যারিবিয়ান ( ১৩ দেশ )।