মহাকাশে গ্রহ, নক্ষত্র, ধূলিকণা, ধূমকেতু ও বাষ্পকুন্ডের এক বিশাল সমাবেশকে গ্যালাক্সি বলে (Galaxy)। ধারণা করা হয় মহাকাশে প্রায় একশত বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। কিছু গ্যালাক্সি দেখতে সর্পিলাকার ও কিছু দেখতে উপবৃত্তাকর। সর্পিলাকার গ্যালাক্সি অনেক বড় হয় এবং উজ্জ্বলতা কম হয়। অন্যদিকে উপবৃত্তাকার গ্যালাক্সি ছোট হলেও উজ্জ্বলতা অনেক বেশি হয়। আমাদের পৃথিবী মিল্কিওয়ে গ্যালাক্সির অন্তর্ভুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *