দক্ষিণ আমেরিকা

পৃথিবীতে মহাদেশ আছে সাতটি। যথাক্রমে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া, ও অ্যান্টার্কটিকা। আয়তনের দিক থেকে দক্ষিণ আমেরিকাকে পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ ধরা হয়। যার আয়তন ১,৭৮,৪০,০০০ বর্গ কিলোমিটার। পাশাপাশি জনসংখ্যার দিক দিয়ে এটি পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ। বর্তমানে এর জনসংখ্যা ৪২,৩৫,৮১,০৭৮। ভৌগোলিক ভাবে এটি পৃথিবীর ঠিক দক্ষিণে ও পশ্চিম গোলার্ধে অবস্থিত। এটির পূর্বে আটলান্টিক মহাসাগর, উত্তরে আছে উত্তর আমেরিকা মহাদেশ এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর। এই মহাদেশে সর্বমোট ১২ টি দেশ আছে। আয়তনে এই বৃহত্তম দেশ ব্রাজিল এবং ক্ষুদ্রতম দেশ সুরিনাম। এছাড়া জনসংখ্যায় এই বৃহত্তম দেশ ব্রাজিল এবং ক্ষুদ্রতম দেশ সুরিনাম।
দক্ষিণ আমেরিকার দেশ, রাজধানী ও মুদ্রা
ক্রম | দেশ | রাজধানী | মুদ্রা |
১ | ব্রাজিল | ব্রাসিলিয়া | রিয়েল |
২ | সুরিনাম | পারামারিবো | ডলার |
৩ | গায়ানা | জর্জ টাউন | ডলার |
৪ | ভেনিজুয়েলা | কারাকাস | বলিভার |
৫ | কলম্বিয়া | বাগাটো | পেসো |
৬ | ইকুয়েডর | কিটো | ডলার |
৭ | পেরু | লিমা | নুয়েভোসল |
৮ | বলিভিয়া | লাপাজ | বলিভিয়ানো |
৯ | প্যারাগুয়ে | আসুনসিয়ন | গুয়ারানি |
১০ | উরুগুয়ে | মন্টিভিডিও | পেসো |
১১ | আর্জেনটিনা | বুয়েনোস আইরেস | পেসো |
১২ | চিলি | সান্টিয়াগো | পেসো |