অ্যান্টার্কটিকা মহাদেশের উত্তরে অবিস্থিত দক্ষিণ মহাসাগর। পৃথিবীর দক্ষিণ মেরুর দিকে অবস্থান করে বিধায় এর নাম রাখা হয়েছে দক্ষিণ মহাসাগর (Southern Ocean) । দক্ষিণ মহাসাগর আয়তনে উত্তর মহাসাগরের থেকে বড় তবে প্রশান্ত, আটলান্টিক এবং ভারত মহাসাগরের থেকে ছোট। দক্ষিণ মহাসাগরের আয়তন ২ কোটি ৩ লক্ষ ২৭ হাজার বর্গ কিলোমিটার। এ মহাসাগরের গড় গভীরতা ৩২০০ মিটার এবং সর্বাধিক গভীরতা ৭২৩৬ মিটার। এ মহাসাগর প্রায় সারাবছর বরফে আচ্ছন্ন থাকে। এখানকার তাপমাত্রা -২º থেকে ১০º সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে।
দক্ষিণ মহাসাগরের বৃহত্তম সমুদ্র
সমুদ্র | আয়তন (বর্গ কিলোমিটার) |
Weddell Sea | ২৮,০০,০০০ |
Somov Sea | ১১,৫০,০০০ |
Riiser-Larsen Sea | ১১,৩৮,০০০ |
Lazarev Sea | ৯,২৯,০০০ |
Scotia Sea | ৯,০০,০০০ |
Cosmonauts Sea | ৬,৯৯,০০০ |
Ross Sea | ৬,৩৭,০০০ |
Bellingshausen Sea | ৪,৮৭,০০০ |
Mawson Sea | ৩,৩৩,০০০ |
Cooperation Sea | ২,৫৮,০০০ |
Amundsen Sea | ৯৮,০০০ |
Davis Sea | ২১,০০০ |