পদার্থবিদ্যা, রসায়ন, শারীরবিদ্যা বা চিকিৎসা, সাহিত্য, অর্থনীতি এবং শান্তি – এই ছয় বিষয়ে বর্তমানে নোবেল পুরস্কার দেওয়া হয়। এটি প্রথম দেওয়া হয় ১৯০১ সালে। পদার্থবিদ্যা, রসায়ন এবং অর্থনীতিতে এটি পরিচালনা করেন “রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস”। শারীরবিদ্যা বা চিকিৎসাতে এটি পরিচালনা করেন “করোলিনস্কা ইনস্টিটিউট নোবেল অ্যাসেম্বলি”। সাহিত্যে এটি পরিচালনা করেন “সুইডিশ একাডেমি”। শান্তিতে এটি পরিচালনা করেন “নরওয়েজিয়ান নোবেল কমিটি”।
বিষয় | নাম/ সংস্থা | দেশ | মন্তব্য |
পদার্থবিদ্যা | ১) জন ক্লোজার ২) অ্যালেন অ্যাসপেক্ট ৩) অ্যাটন জেলিঙ্গার | ১)যুক্তরাষ্ট্র ২)ফ্রান্স ৩)অস্ট্রেলিয়া | কোয়ান্টাম তথ্যের জগতে অভূতপূর্ব সাফল্য অর্জন করায় এ পুরস্কার দেয়া হয়েছে। |
রসায়ন | ১) ক্যারোলিন আর. বার্তোজী ২) কার্ল ব্যারি সার্পলেশ ৩) মর্টেন মেন্ডল | ১)যুক্তরাষ্ট্র ২)ফ্রান্স ৩)ডেনমার্ক | ক্লিক কেমিস্ট্রি এবং বায়োর্থোগোনাল কেমিস্ট্রির বিকাশের জন্য এ পুরস্কার দেয়া হয়েছে। |
শারীরবিদ্যা বা চিকিৎসা | ১) সান্তে প্যাবো | ১)সুইডেন | বিলুপ্ত হোমিন এবং মানব প্রজাতির জিনোম স্টাডিজ নিয়ে কাজ করার জন্য এ পুরস্কার দেয়া হয়েছে। |
সাহিত্য | ১) অ্যানি এনৌ | ১) ফ্রান্স | ফ্রান্সের দৈনন্দিন জীবনের পাশাপাশি নন-ফিকশন ধরনের উপন্যাস লিখে থাকেন। |
অর্থনীতি | ১) বেন এস. বারন্যাঙ্ক ২) ডগ্লাস ডব্লিউ. ডায়মন্ড ৩) ফিলিপ এইচ. ডিবভিগ | ১)যুক্তরাষ্ট্র ২)যুক্তরাষ্ট্র ৩)যুক্তরাষ্ট্র | ব্যাংক এবং আর্থিক সংকটের উপর গবেষণার জন্য এ পুরস্কার দেয়া হয়েছে। |
শান্তি | ১) আলেস বিলিয়াতস্কি ২) The Russian Human Rights Organisation Memorial ৩) Ukrainian Human Rights Organisation Center for Civil Liberties | ১)বেলারুশ ২)রাশিয়া ৩)ইউক্রেন | যুদ্ধাপরাধ এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তাদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেয়া হয়েছে। |