পদ্মা নদী (Padma River) ভারত বাংলাদেশের একটি আন্তর্জাতিক নদী। ভারতের গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নাম ধারণ করেছে। এ নদী হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে ৩৫৬ কিলোমিটার পথ পেরিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বাংলাদেশে পদ্মার দৈর্ঘ্য ১২১ কিলোমিটার।

বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলা দিয়ে গঙ্গা বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নাম ধারণ করেছে। রাজবাড়ি জেলার গোয়ালন্দতে পদ্মা ‍যমুনার সাথে মিলিত হয়ে নিজের নাম ঠিক রেখে দীর্ঘ পথ পেরিয়ে চাঁদপুরের নিকট মেঘনার সাথে মিলিত হয়। পড়ে এ নদী বিভিন্ন শাখা-প্রশাখা নদীর সৃষ্টি করে বঙ্গোপসাগরে পততি হয়।

এক নজরে পদ্মা নদীর গুরুত্বপূর্ণ তথ্য

দেশবাংলাদেশ
জেলামুন্সীগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, রাজশাহী, কুষ্টিয়া, চাঁপাই নবাবগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, চাঁদপুর।
উৎপত্তিভারতের গিরিয়ায় গঙ্গার বিভাজন এবং হিমালয়ের মাঝখানে গঙ্গোত্রী হিমবাহ।
পতিত স্থানবঙ্গোপসাগর।
পূর্ব নাম কীর্তিনাশা।
দৈর্ঘ্য৩৫৬ কিলোমিটার (২২১ মাইল)।
গড় প্রস্থ১০ কিলোমিটার।
গড় গভীরতা৯৬৮ফুট (২৯৫ মিটার)।
বাংলাদেশে নদীটির দৈর্ঘ্য১২১ কিলোমিটার।
সেতুপদ্মা সেতু, লালন শাহ সেতু, হার্ডিঞ্জ ব্রিজ।
শাখানদীগড়াই, বড়াল, আড়িয়াল খাঁ, কুমার, মাথাভাঙ্গা, কপোতাক্ষ ইত্যাদি।
প্রশাখানদীমধুমতী, পশুর, ভৈরব ইত্যাদি।
উপনদীমহানন্দা এবং পুনর্ভবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *