ভারত মহাসাগরের একটি উল্লেখযোগ্য সাগর হলো বঙ্গোপসাগর (Bay of Bengal) । এর আয়তন প্রায় ২২ লক্ষ বর্গ কিলোমিটার এবং তলদেশের গভীরতা স্থানভেদে ২০০ থেকে ৪,০০০ মিটার। এ সাগরের উত্তরে বাংলাদেশ ও ভারতের পশ্চিম বঙ্গ, পূর্বে মায়ানমার, দক্ষিণ-পশ্চিমে শ্রীলঙ্কা এবং দক্ষিণ-পূর্বে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত।
বঙ্গোপসাগরের তলদেশের ভূমিরুপের বৈচিত্রতা তুলনামূলক ভাবে কম। তবে এ সাগরের দক্ষিণ অংশের তুলনায় উত্তর অংশের গভীরতা কম হলেও কিছুটা ভূমিরুপের বৈচিত্রতা বেশি দেখা যায়। কেননা ভারত এবং বাংলাদেশ ভূখন্ড থেকে অনেক নদী এ সাগরে এসে পতিত হয় যা সাগরে পলিমাটি জমাতে মুখ্য ভূমিকা পালন করে। এসব পলিমাটির কারনেই বঙ্গোপসাগরের উত্তর অংশে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ তৈরি হয়েছে। বাংলাদেশের পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র এবং এদের অসংখ্য শাখা নদী বঙ্গোপসাগরে পতিত হয়।
বঙ্গোপসাগরে একটি গভীর খাত রয়েছে যেটাকে বলে সোয়াচ অফ নো গ্রাউন্ড (Swatch of No Ground) । এটি সুন্দরবনের কাছাকাছি দুবলার চর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত একটি খাত। এ খাতের গড় গভীরতা ১২০০ মিটার এবং সর্বোচ্চ গভীরতা ১৩৪০ মিটার।
বঙ্গোপসাগর নানা সম্পদে ভরপুর একটি সাগর। মৎস্য সম্পদের মধ্যে রয়েছে রুপচাঁদা, গলদা চিংড়ি, হাঙ্গর, বোয়াল, ইলিশ ইত্যাদি। উপকূলবর্তী দেশ এসব মৎস্য আহরণ করার পর রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করে। এ সাগরে রয়েছে খনিজ তেল এবং প্রকৃতিক গ্যাসের ভান্ডার। এছাড়া আছে মূল্যবান লোহা, সীসা ও তামার খনি।
বঙ্গোপসাগরের সমুদ্র সৈকত
সমুদ্র সৈকত | দেশ |
Cox’s Bazar | বাংলাদেশ |
Kuakata | বাংলাদেশ |
St. Martin’s Island | বাংলাদেশ |
Sonadia | বাংলাদেশ |
Nijhum Dwip | বাংলাদেশ |
Inani Beach | বাংলাদেশ |
Teknaf | বাংলাদেশ |
Patenga | বাংলাদেশ |
Bakkhali Beach, West Bengal | ভারত |
Digha Beach, West Bengal | ভারত |
Mandarmoni Beach, West Bengal | ভারত |
Tajpur Beach, West Bengal | ভারত |
Shankarpur Beach, West Bengal | ভারত |
Talasari Beach, Odisha | ভারত |
Chandipur, Odisha | ভারত |
Gahirmatha Beach, Odisha | ভারত |
Astaranga, Odisha | ভারত |
Chandrabhaga beach, Konark, Odisha | ভারত |
Puri, Odisha | ভারত |
Gopalpur, Odisha | ভারত |
Baruva, Andhra Pradesh | ভারত |
Bheemili, Andhra Pradesh | ভারত |
RK Beach, Visakhapatnam | ভারত |
Rushikonda, Visakhapatnam | ভারত |
Yarada, Visakhapatnam | ভারত |
Manginapudi Beach, Andhra Pradesh | ভারত |
Manginapudi Beach, Machilipatnam, Andhra Pradesh | ভারত |
Mypadu Beach, Nellore, Andhra Pradesh | ভারত |
Marina Beach, Chennai, Tamil Nadu | ভারত |
Edward Elliot’s Beach, Chennai, Tamil Nadu | ভারত |
Mahabalipuram, Tamil Nadu | ভারত |
Nagapattinam, Tamil Nadu | ভারত |
Silver Beach, Cuddalore, Tamil Nadu | ভারত |
Tuticorin Beach, Tamil Nadu | ভারত |
Rameswaram Beach, Tamil Nadu | ভারত |
Velankanni Beach, Tamil Nadu | ভারত |
Serenity Beach, Pondicherry | ভারত |
Promenade Beach, Pondicherry | ভারত |
Radhanagar Beach, Andaman & Nicobar Islands | ভারত |
Ulee Lheue beach | ইন্দোনেশিয়া |
Alur Nunang Beach | ইন্দোনেশিয়া |
Ngapali | মায়ানমার |
Ngwesaung | মায়ানমার |
Chaungtha, Pathein | মায়ানমার |
Sittwe | মায়ানমার |
Casuarina Beach, Jaffna | শ্রীলঙ্কা |
Trincomalee | শ্রীলঙ্কা |