বাল্টিক সাগর (Baltic Sea) উত্তর আটলান্টিক মহাসাগরের একটি অংশ। এর আয়তন প্রায় ২০ হাজার বর্গ কিলোমিটার। এর গড় গভীরতা ৫৫ মিটার এবং সর্বোচ্চ গভীরতা ৪৫৯ মিটার। বাল্টিক সাগরকে ঘিরে রয়েছে ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, জার্মানি, লাটভিয়া, লিথুনিয়া, পোল্যান্ড, রাশিয়া ও সুইডেন। তবে এসব দেশের মধ্যে বাল্টিক সাগরের তীরবর্তী হওয়ায় তিনটি দেশ যথাক্রমে এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুনিয়াকে বাল্টিক রাষ্ট্র বলে অভিহিত করা হয়।