ভারত মহাসাগর

পাঁচটি মহাসাগরের মধ্যে ভারত মহাসাগর (Indian ocean) আয়তনের ‍দিক থেকে তৃতীয়। এর আয়তন প্রায় ৭ কোটি ৩৪ লক্ষ বর্গ কিলোমিটার। গড় গভীরতা ৩,৮৩৯ মিটার এবং সর্বাধিক গভীরতা ৬,৯৯৮ মিটার। এ মহাসাগর এশিয়া, আফ্রিকা এবং অস্ট্রেলিয়া মহাদেশের মাঝে অবস্থিত। ভৌগোলিক ভাবে এর তিন দিকেই স্থল ভাগ। উত্তরে রয়েছে এশিয়া মহাদেশ, পূর্বে অস্ট্রেলিয়া মহাদেশ এবং পশ্চিমে আফ্রিকা মহাদেশ। এ মহাসাগর সমগ্র ভূপৃষ্ঠের ১৯.৮% যায়গা দখল করে আছে। ভারত মহাসাগরে আফ্রিকা মহাদেশের চারটি দ্বীপ রাষ্ট্র রয়েছে। যথাক্রমে মরিসাস, মাদাগাস্কার, কমোরস এবং সিসেলিস। এই মাদাগাস্কার হলো ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ। তুলনামূলক ভাবে ভারত মহাসাগরের বিচিত্রতা প্রশান্ত কিংবা আটলান্টিক মহাসাগরের থেকে কম।

প্রশান্ত মহাসাগরের ‍তুলনায় ভারত মহাসাগরে গভীর খাত কম আছে। তবে জাভা দ্বীপের দক্ষিণে সুন্ডাখাত (Sunda trench) নামে একটি গভীর খাত আছে যার গভীরতা প্রায় ৭,৩১৫ মিটার। এছাড়া বঙ্গপসাগরে আছে সোয়াচ অফ নো গ্রাউন্ড নামে একটি গভীর খাত যেটি পটুয়াখালী জেলার দক্ষিণে অবস্থিত। সোয়াচ অফ নো গ্রাউন্ডের গড় গভীরতা প্রায় ১২০০ মিটার।

ভারত মহাসাগরে বেশ কিছু উল্লেখযোগ্য প্রণালী আছে যেগুলো সরু জলরাশির মাধ্যমে দুটি ভিন্ন ভূখন্ডকে আলাদা করে এবং দুটি ভিন্ন জলরাশিকে সংযুক্ত করে। ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী। এটি সংযুক্ত করেছে ভারত মহাসাগর ও আরব সাগরকে। প্রণালীটি ৬৪-১৩৭ কিলোমিটার (৪০-৮৫ মাইল ) প্রশস্ত। মালাক্ক প্রণালী ৮০৫ কিমি দীর্ঘ একটি সমুদ্রপ্রণালী। মালাক্কা প্রণালী দক্ষিণ-পূর্ব এশিয়াতে মালয় উপদ্বীপ এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপকে পৃথক করে। এছাড়া মালাক্কা প্রণালী পশ্চিমে ভারত মহাসাগরের সাথে পূর্বে প্রশান্ত মহাসাগরের সংযোগ করে। সুন্দা প্রণালী ইন্দোনেশিয়ার জাভা এবং সুমাত্রা দ্বীপ মধ্যে অবস্থিত একটি প্রণালী। এটি ভারত মহাসাগরে সাথে জাভা সাগরের সংযোগ স্থাপন করে।

ভারত মহাসাগরের বৃহত্তম সমুদ্র

সমুদ্র (Sea)আয়তন (Area) (বর্গ কিলোমিটার)
Arabian Sea ৩.৮৬২ মিলিয়ন
Bay of Bengal২.১৭২ মিলিয়ন
Andaman Sea৭,৯৭,৭০০
Laccadive Sea৭,৮৬,০০০
Mozambique Channel৭,০০,০০০
Timor Sea৬,১০,০০০
Red Sea ৪,৩৮,০০০
Gulf of Aden৪,১০,০০০
Persian Gulf২,৫১,০০০
Flores Sea ২,৪০,০০০
Molucca Sea ২,০০,০০০
Oman Sea১,৮১,০০০
Great Australian Bight৪৫,৯২৬
Gulf of Aqaba২৩৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *