ভূমধ্যসাগর (Mediterranean Sea) আটলান্টিক মহাসাগরের একটি অংশ যা জিব্রালটার প্রণালীর মাধ্যমে পসস্পর সংযুক্ত হয়। এই জিব্রালটার প্রণালী ইউরোপের স্পেন এবং আফ্রিকার মরক্কোকে সরু জলপথ দ্বারা বিভক্ত করে। ভূমধ্যসাগরের উত্তরে ইউরোপ, দক্ষিণে আফ্রিকা এবং পূর্বে এশিয়া মহাদেশ অবস্থিত। এ সাগর কৃত্রিম সুয়েজ খালের মাধ্যমে দক্ষিণে লোহিত সাগরের সাথে সংযুক্ত হয়। ভূমধ্যসাগরের আয়তন প্রায় ২৫ লক্ষ বর্গ কিলোমিটার। এ সাগরের গড় গভীরতা ১,৫০০ মিটার এবং সর্বোচ্চ গভীরতা ৫,১০৯ মিটার।

ভূমধ্যসাগরের উত্তর উপকূলে রয়েছে স্পেন, ফ্রান্স, মোনাকো, ইতালি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, মন্টিনিগ্রো, আলবেনিয়া ও গ্রীস। পূর্বে উপকূলে রয়েছে তুরস্ক, লিবিয়া, লেবানন, ইসরাইল, ফিলিস্তিন ‍ও মিশর। দক্ষিণ উপকূলে রয়েছে মরক্কো ও আলজেরিয়া। এ সাগরের দ্বীপ রাষ্ট্র হলো মাল্টা ও সাইপ্রাস। সেন্ট এলবা দ্বীপটি ভূমধ্যসাগরের উত্তর-পশ্চিম উপকূলের কাছাকাছি অবস্থিত। ভূমধ্যসাগরে রয়েছে সিসিলি প্রণালী যা তিউনেশিয়া ও সিসিলিকে পৃথক করে এবং রয়েছে মেসিনা প্রণালী যা সিসিলি ও ইতালিকে পৃথক করে সরু জলপথ দ্বারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *