মাছ শীতল রক্ত বিশিষ্ট জলজ প্রাণী যারা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এবং পাখনার সাহায্যে চলাফেরা করে। যেমন: রুই মাছ (Labeo rohita), ইলিশ মাছ (Tenualosa ilisha), বোয়াল মাছ (Wallago attu) ইত্যাদি। মাছের প্রজাতির মধ্যে সবথেকে বড় হাঙর। এরা লম্বায় ৭০ ফুট এবং ওজনে ২৫ টন পর্যন্ত হতে পারে। যেনে রাখা ভাল যে তিমি কোন মাছ নয় তবে মাছের মত দেখতে। প্রাণীদের মধ্যে তিমিকে বলা হয় সবথেকে বড় প্রাণী।