মেঘনা নদী (Meghna River) বাংলাদেশের প্রধান নদীগুলোর মধ্যে একটি। এ নদীর ভারতীয় অংশের নাম বরাক। আসামের পার্বত্য অঞ্চলের দুটি শাখা সুরমা ও কুশিয়ারা থেকে মেঘনা নদীর উৎপত্তি। এ নদী বাংলাদেশের গভীরতম ও প্রশস্ততম নদী। এ নদীর দৈর্ঘ্য প্রায় ১৫৬ কিলোমিটার। বাংলাদেশের চাঁদপুর জেলাতে এ নদী পদ্মার সাথে মিলিত হয়ে দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়।
এক নজরে মেঘনা নদী
দেশ | বাংলাদেশ। |
জেলাসমূহ | কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা। |
উৎস | বরাক নদী। |
পতিত স্থান | বঙ্গোপসাগর। |
দৈর্ঘ্য | ১৫৬ কিলোমিটার। |
গড় প্রস্থ | ৩৪০০ মিটার। |
চরসমূহ | ঢালচর ইউনিয়ন, চর কুকরী মুকরী, রাজরাজেশ্বর ইউনিয়ন, ইব্রাহীমপুর ইউনিয়ন, ফতেজংগপুর, ঈশানবালা, চরগাজীপুর মনিপুর, নীলকমল, দিয়ারা, চররাও, চর আলেকজেন্ডার, বাবুর চর, চরকাশিম, ষষ্ঠখণ্ড বোরোচর, চর ইলিয়ট, লগ্গিমারা, চর সোনারামপুর। |
শাখানদী | তিতাস, মনু, গোমতী, বাউলাই। |
উপনদী | কংস, সুমেশ্বরী প্রভৃতি। |