মেঘনা নদী

মেঘনা নদী (Meghna River) বাংলাদেশের প্রধান নদীগুলোর মধ্যে একটি। এ নদীর ভারতীয় অংশের নাম বরাক। আসামের পার্বত্য অঞ্চলের দুটি শাখা সুরমা ও কুশিয়ারা থেকে মেঘনা নদীর উৎপত্তি। এ নদী বাংলাদেশের গভীরতম ও প্রশস্ততম নদী। এ নদীর দৈর্ঘ্য প্রায় ১৫৬ কিলোমিটার। বাংলাদেশের চাঁদপুর জেলাতে এ নদী পদ্মার সাথে মিলিত হয়ে দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়।

এক নজরে মেঘনা নদী

দেশবাংলাদেশ।
জেলাসমূহকিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা।
উৎসবরাক নদী।
পতিত স্থানবঙ্গোপসাগর।
দৈর্ঘ্য১৫৬ কিলোমিটার।
গড় প্রস্থ৩৪০০ মিটার।
চরসমূহঢালচর ইউনিয়ন, চর কুকরী মুকরী, রাজরাজেশ্বর ইউনিয়ন, ইব্রাহীমপুর ইউনিয়ন, ফতেজংগপুর, ঈশানবালা, চরগাজীপুর মনিপুর, নীলকমল, দিয়ারা, চররাও, চর আলেকজেন্ডার, বাবুর চর, চরকাশিম, ষষ্ঠখণ্ড বোরোচর, চর ইলিয়ট, লগ্গিমারা, চর সোনারামপুর।
শাখানদীতিতাস, মনু, গোমতী, বাউলাই।
উপনদীকংস, সুমেশ্বরী প্রভৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *