১) পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
  • নীলনদ।
২) বাংলাদেশ জাতিসংঘের কত তম সদস্য?
  • ১৩৬ তম।
৩) মাওরি কোন দেশের অধিবাসী?
  • নিউজিল্যান্ড।
৪) সব থেকে বড় সংবিধান কোন দেশের?
  • ভারত।
৫) বিশ্বের প্রশস্ততম নদী কোনটি?
  • আমাজান।
৬) বাংলাদেশের মু্দ্রার নাম কি?
  • টাকা।
৮) বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম কি?
  • গ্রেট ব্যারিয়ার রিফ।
৯) জাতীয় শিশু দিবস কত তারিখে?
  • ১৭ মার্চ।
১০) সব থেকে ছোট সংবিধান কোন দেশের?
  • যুক্তরাষ্ট্র।
১১) বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কখন?
  • ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ তারিখে।
১২) জাপানের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?
  • হনসু।
১৩) বাংলাদেশের রাজধানী কোথায়?
  • ঢাকা।
১৪) বাংলাদেশ ও ভারতকে সুন্দরবনে পৃথক করেছে কোন নদী?
  • হাড়িয়াভাঙ্গা নদী।
১৫) জার্মানির রাজধানীর নাম কি?
  • বার্লিন।
১৬) ভারত ও পাকিস্তান এ পর্যন্ত কতবার যুদ্ধ হয়?
  • ৪ বার।
১৭) বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক(GI)পণ্য হিসেবে নিবন্ধন পায় কি?
  • জামদানি।
১৮) স্মার্ট কার্ড এর জনক কে?
  • রোল্যান্ড মোরেনা
১৯) বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়?
  • ১৯৯৮ সালে।
২০) তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়?
  • ২০০৯ সালে।
২১) ওরাওঁ জনগোষ্ঠী কোন অঞ্চলে বাস করে?
  • রাজশাহী – দিনাজপুর।
২২) ” ম্যানিলা “ কোন ফসলের উন্নত জাত?
  • তামাক।
২৩) বাংলাদেশ কত সালে OIC – এর সদস্য পদ লাভ করে?
  • ১৯৭৪ সালে।
২৪) নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?
  • ভারত – চীন।
২৫) মায়া সভ্যতাটি আবিষ্কার হয় কোথায়?
  • মধ্য আমেরিকায়।
২৬) বিশ্ব মানবাধিকার দিবস –
  • ১০ ডিসেম্বর।
২৭) আকাবা একটি –
  • সমুদ্র বন্দর।
২৮) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল – এর কার্যালয়?
  • জার্মানি।
২৯) ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?
  • ইন্দোনেশিয়া।
৩০) ঢাকা গেইটের নির্মাতা কে?
  • মীর জুমলা।
৩১) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
  • ১৩৭।
৩২) বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি?
  • শিল্প।
৩৩) ১৯৭১ সালে মুজিব নগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম –
  • জয়বাংলা।
৩৪) বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাসক্ষেত্র কোনটি?
  • সাঙ্গু ভ্যালি।
৩৫) বাংলাদেশে প্রথম বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি?
  • BADC (Bangladesh Agricultural Development Corporation).
৩৬) বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করে?
  • রাজা পঞ্চম জর্জ।
৩৭) ঢাকা শহরের গোড়াপত্তন হয় কখন?
  • সুলতানি আমলে।
৩৮) আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত?
  • খাগড়াছড়ি জেলায়।
৩৯) ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরজমান ছিল?
  • দক্ষিণ আমেরিকা।
৪০) এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
  • বাবেল মান্দেব প্রণালী।
৪১) ব্রিটিশ ভারতের রাজধানী কলকতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কবে?
  • ১৯১৪ সালে।
৪২) জাতিসংঘের নামকরণ করেন কে?
  • রুজভেল্ট।
৪৩) ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিল কারা?
  • পর্তুগিজ।
৪৪) বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় কবে?
  • ১৯৯১ সালে।
৪৫) আফ্রিকার সাব – সাহারা অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়?
  • সাহেল।
৪৬) বাংলাদেশের প্রথম স্বধীন নবাব কে?
  • মুর্শিদ কুলী খান।
৪৭) বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর-
  • পেট্রোবাংলা।
৪৮) ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে?
  • বাণিজ্য মন্ত্রণালয়।
৪৯) আরব লীগ প্রতিষ্ঠা পায় –
  • ১৯৪৫ সালে।
৫০) ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
  • চাঁদপুর।
৫১) প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা কোনটি?
  • চট্টগ্রাম।
৫২) মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে?
  • ৩ টি।
৫৩) পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
  • ১৯৯৭।
৫৪) কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?
  • ১৯৫৭।
৫৫) বাঙালি জাতির মুক্তির সনদ কোনটি?
  • ছয় দফা।
৫৬) বাংলাদেশের প্রথম শহীদ বুুদ্ধিজীবী কে?
  • ড. শামসুজ্জোহা।
৫৭) বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কী?
  • মুজিবনগর।
৫৮) মুক্তিযুদ্ধের সময় “ মুজিবনগর “ কোন সেক্টরের অধীন ছিল?
  • ৮ নম্বর সেক্টর।
৫৯) কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়?
  • পঞ্চগড়।
৬০) ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি?
  • ৩০ টি।
৬১) বাংলাদেশে কবে রেলপথ চালু হয়।
  • ১৮৬২ সালে।
৬২) বাংলাদেশে প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকোয়ারিয়াম কোথায় অবস্থিত?
  • কক্সবাজার।
৬৩) শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত?
  • যশোর।
৬৪) ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি?
  • ৩০ টি।
৬৫) বাংলাদেশে পোস্টাল কোড চালু হয় কবে?
  • ১৯৮৬ সালে।
৬৬) ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি?
  • ৩০ টি।
৬৭) বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?
  • রাজশাহী।
৬৮) বাংলাদেশের আন্তর্জাতিক ডায়ালিং কোড কত?
  • +৮৮০।
৬৯) বাংলাদেশের প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু হয়?
  • ৪ জানুয়ারি, ১৯৯০।
৭০) বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন কবে গঠিত হয়?
  • ১৯৭৩ সালে।
৭১) পাহাড়ি এলাকায় কোন ধরনের বন্যা হয়?
  • আকস্মিক বন্যা।
৭২) বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
  • বুড়িগঙ্গা।
৭৩) বাংলাদেশে সব থেকে বেশি বজ্রপাত হয় কোন জেলায়?
  • সুনামগঞ্জ।
৭৪) বাংলাদেশে প্রথম আর্সেনিক শনাক্ত হয় কত সালে?
  • ১৯৯৩ সালে।
৭৫) বাংলাদেশের কোন পাহাড়কে পাহাড়ের রানী বলা হয়?
  • চিম্বুক পাহাড়।
৭৬) ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি?
  • ৩০ টি।
৭৭) বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়?
  • ১৯৫৫।
৭৮) লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
  • নারায়ণগঞ্জ।
৭৯) বাংলাদেশের কোথায় কমনওয়েলথ সমাধি রয়েছে?
  • চট্টগ্রাম-কুমিল্লা।
৮০) উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
  • নওগাঁ।
৮১) জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি?
  • ভ্যাটিকান সিটি ও প্যালেস্টাইন।
৮২) ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
  • মিশর।
৮৩) বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ কোনটি?
  • ইরাক।
৮৪) ইতিহাসের জনক কে?
  • হেরাডোটাস।
৮৫) ইন্ডিয়া হাউস কোথায়?
  • লন্ডনে।
৮৬) ইন্টারপোলের সদর দপ্তর কোথায়?
  • ফ্রান্স।
৮৭) প্রথম লোহা আবিষ্কৃত হয় কোথায়?
  • এশিয়া মাইনর।
৮৮) বিগ অ্যাপেল কোন শহরের নাম?
  • নিউইয়র্ক।
৮৯) ওশেনিয়ার মহাদেশের সর্ববৃহৎ দেশ কোনটি?
  • অস্ট্রেলিয়া।
৯০) কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকার লাভ করে?
  • নিউজিল্যান্ড।
৯১) মেহেদী কোন দেশের জঙ্গি সংগঠন?
  • ইরাক।
৯২) কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকার লাভ করে?
  • নিউজিল্যান্ড।
৯৩) জাতিসংঘের কোন সংস্থা মানব ক্লোনিং নিষিদ্ধ করে?
  • WHO।
৯৪) আরব লীগ কখন প্রতিষ্ঠিত হয়?
  • ১৯৪৫।
৯৫) কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকার লাভ করে?
  • নিউজিল্যান্ড।
৯৬) ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়?
  • ১৯৪৯ সালের ৪ এপ্রিল।
৯৭) NATO – এর সদর দপ্তর কোথায়?
  • বেলজিয়াম।
৯৮) বিমসটেকের সদর দপ্তর কোথায়?
  • ঢাকা, বাংলাদেশ।
৯৯) রেডক্রস কবে প্রতিষ্ঠিত হয়?
  • ১৮৬৩ সালে।
১০০) রেডক্রসের প্রতিষ্ঠাতা কে?
  • হেনরি ডুরান্ট।

বিশেষ দ্রষ্টব্য: সাধারণ জ্ঞান মনে রাখতে প্রতিনিয়ত চর্চা করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *